Thursday, August 28, 2025
Homeবিনোদনসত্যি কি আলিয়া আবার মা হতে চলেছেন!

সত্যি কি আলিয়া আবার মা হতে চলেছেন!

ওয়েব ডেস্ক: রনবীর-আলিয়ার(Ranbir-Alia) মেয়ে রাহার(Raha) বয়স এখন দু’বছর। শোনা যাচ্ছে এখনই নাকি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন এই বলিউড তারকা যুগল। দ্বিতীয় সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রণলিয়া। নেটিজেনরা বলছেন সুখবর এলো বলে।
দুই পরিবারে কাছে খুদে ‘রাহা’ যেন চোখের মনি। আলিয়ার কথায় মেয়ের জন্মের পর নাকি রণবীর একেবারে বদলে গিয়েছেন। শুধু তাই নয় তাদের বিশ্বাস রাহার আবির্ভাবে নাকি তাদের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি চোখে পড়ার মত। একাধিক বিগ বাজেট ছবি করছেন এই হাই প্রোফাইল বলিউড তারকা দম্পতি।

আরও পড়ুন:বলিউডকে ‘টক্সিক’ আখ্যা দিয়ে অনুরাগ কাশ্যপ মুম্বই ছাড়লেন! কোথায় তিনি!

নানান ব্যস্ততার মধ্যেই দ্বিতীয় সন্তান চাইছেন এই দম্পতি। আলিয়ার সাম্প্রতিক কথোপকথনের তেমন ইঙ্গিত মিলেছে। আলিয়া বলেছেন রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় আমি বুঝতে পেরেছিলাম ও একটু বাচ্চাদের মত। আমি সেজন্য ওকে ওর মত ছেড়ে দিয়েছিলাম। এরপর আমাদের জীবনের রাহা আসে। চোখের সামনে তারপর আমি রণবীরকে বদলাতে দেখেছি। আমি এবং রাহা রণবীরের জীবনে আসার ফলে ও অদ্ভুতভাবে নিজেকে বদলে ফেলেছে। আমি সত্যিই খুব লাকি।
রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নিতু কাপুর(Neetu Singh Kapoor)। তখন পুত্র সন্তানের জন্য একটা নাম ঠিক করে রাখা হয়েছিল।
কারণ ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল অনেকে। একটি পুত্র সন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগেছিল। শাশুড়ি অর্থাৎ নিতু সিং কাপুর বলেছিলেন দুটি নাম খুব ভালো ম্যাচ করে যাবে। আসলে তখন থেকেই এই দম্পতি ছেলে এবং মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন। যদিও সেই নামটি এখনই জানাতে রাজি নয় আলিয়া। তবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার ইঙ্গিত তাঁর কথায় পাওয়া গেছে।

Read More

Latest News